ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে সাংবাদিকদের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ৭এপ্রিল বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে অনুষ্ঠিত হয়। যথাক্রমে সাংবাদিক সংগঠনের সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আজাহার আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, উপসহকারী প্রকৌশলী শাহছুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার রাজু আহমেদ, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, বিশিষ্ট আইনজীবী জাফরুল্লাহ ইব্রাহিম, মিলিনিয়াম ইলেক্ট্রনিক্সের স্বত্ত¡াধিকারী সঞ্জয় কুমার ঘোষ প্রমুখ।
সাংবাদিক শেখ সাদেকুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আরাফাত আলী, আহাদুজ্জামান আহাদ, মোখলেছুর রহমান মুকুল, আফজাল হোসেন, ফজলুল হক, মোহাম্মদ জামাল উদ্দীন, জিএম মামুন, আবুল কালাম বিন আকবার, রফিকুল ইসলাম, আব্দুল বারী, শের আলী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মোজাহিদুল ইসলাম।