বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ্যাডভান্সড টেকনিক্যাল ট্রেনিং ফর ইমপ্রুভড ক্লাস্টার গ্রæপ মেম্বার’সদের নিয়ে উপজেলার কুকাডাঙ্গা চিংড়ি চাষী ক্লাস্টারেব উদ্বোধন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭এপ্রিল) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কাইয়ূম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট মৎস্য অধিদপ্তর ঢাকা ডাঃ আব্দুল আলিম, মৎস্য বিভাগীয় উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা সাতক্ষীরা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, উপপ্রকল্প পরিচালক এস.সি.এম.এস.পি ঢাকা মনিস কুমার মন্ডল, উপপ্রকল্প পরিচালক এস.সি.এম.এস.পি মোরজ কুমার মিস্ত্রি। ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ ও প্রকল্পের উপকার ভোগীগণ।
অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধান অতিথি মৎস্য প্রকল্প এরিয়া সরেজমিনে প্রদর্শন করেন এবং তিনি তার বক্তব্যে উপস্থিত মৎস্য চাষীদের বিভিন্ন আধুনিক মৎস্য চাষের দিক-নির্দেশনা মূলক পরামর্শ দেন, এবং মৎস্য খাতে যাতে সরকারের উন্নয়ন অব্যাহত থাকে এজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার অনুপ্রেরণা দেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত¡াবধানে ও সঞ্চালনায় ছিলেন কালিগঞ্জ উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা এবং তার সহযোগী হিসাবে ছিলেন ক্লাস্টার মোবিলাইজার মোঃ মিজানুর রহমান। পরবর্তীতে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।