এস এম মহিদার রহমান : ৮ এপ্রিল শনিবার সকাল ১০টায় “জাগো যুব ফাউন্ডেশনের” সার্বিক তত্ত¡াবধানে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের কামালকাঠি প্রাথমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে অসহায় মানুষের জন্য পবিত্র রমজানের তোহফা ঈদ উপহার বিতরণ ও কিশোরীদের মাঝে হাইজিন কিটস বিতরন। অনুষ্ঠানে সেনেটারী ন্যাপকিন বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠান এর পাশাপাশি অত্র এলাকার দারিদ্র সীমার নিচে বসবাস করা মুমিনদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উক্ত সমাজসেবামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন শেখ ফারুক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন পরিষদের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা মিসেস মরিয়ম খাতুন খুকুমণি, যুব ব্রিগেড সমন্বয়ক সাতক্ষীরা জেলা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিতা রানী, ইউপি সদস্যা। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যানসহকারী প্রিয়াঙ্কা সরকার।