নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পি কে ইউনিয়ন ক্লাবের উদ্যোগে দোয়া অনুষ্ঠান ও ইফতার সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল শুক্রবার ১৫ রমজান নবজীবন কমিউনিটি সেন্টারে পি কে ইউনিয়ন ক্লাবের সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু)’র সভাপতিত্বে ইফতার সম্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পি কে ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পি কে ইউনিয়ন ক্লাবের সহ-সভাপতি শেখ নিজাম উদ্দিন, পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, পি কে ইউনিয়ন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী সরদার, সহ সভাপতি ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান, মোহাম্মদ আলী সুজন, ইকবাল জামাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ নেওয়াজ খান অর্প, নাট্য বিষয়ক সম্পাদক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, নির্বাহী সদস্য এড. রবিউল ইসলাম খান, ডিএফ এ’র সহ-সভাপতি আবদুল কাদের, আবীর হোসেন, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি , মেহেদী আলী সুজয়, জিল্লুর রহমান সহ ক্লাবের নেতৃবৃন্দ। এর আগে বাদ আসর পি কে ইউনিয়ন ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম বদরুল ইসলাম খানের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শহিদুল ইসলাম। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু ও আ ম আক্তারুজ্জামান মুকুল।