অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটায় ফেয়ার মিশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। ১৮রমজান ৮এপ্রিল শনিবার পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের আয়োজনে সমাজ উন্নয়নে রমজানের শিক্ষার শীর্ষক আলোচনা সভায় আলেমদের মধ্যে বক্তব্য রাখেন হযরত মাওলানা সাদ্দাম হোসেন ও ফজলুর হক আমিনি।
ফেয়ার মিশনের পরিচালক আলহাজ¦ আব্দুল কাদের মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান ও ফেয়ার মিশনের উপদেষ্টা হাবিবুর রহমান সবুজ। সম্মানিত অতিথি হিসাবে ছিলেন ইফতার মাহফিল উদযাপন কমিটির আহবায়ক ও ফেয়ার মিশনের উপদেষ্টা আলহাজ¦ রফিকুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, বাংলাদেশ বেতার সাতক্ষীরা জেলা ও ফেয়ার মিশনের উপদেষ্টা ফারুক মাহবুবুর রহমান, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবারা বিশ^াস, রাজনীতিবীদ মহিউদ্দীন সিদ্দিকী, ফেয়ার মিশনের সভাপতি হাবিবুর বাশার হাবিব, সাধারন সম্পাদক আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, কুলিয়া শাখার সভাপতি মোস্তফা কামাল। এসময় ফেয়ার মিশনের ১০টি শাখার ৩২টি ইউনিটের সভাপতি, সাধারন সম্পাদক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আসর বাদ হতে ফেয়ার মিশনের সাংস্কৃতিক পরিষদের শিল্পীরা ইসলামিক সংগীত পরিবেশন করেন।