আলী নেওয়াজ, আশাশুনি ব্যুরো : বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং পূর্বঘোািষত ১০ দফা বাস্তবায়নের দাবিতে আশাশুনি উপজেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার (৮ এপ্রিল) বিকালে আশাশুনি সদরের হাড়ীভাঙ্গা মৎস্য সেডে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি। উপজেলা বিএনপির আহবায়ক বর্ষিয়ান রাজনীতিবিদ স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শেখ আঃ রশিদ, যুগ্ম আহবায়ক ও কাদাকাটি ইউনিয়ন সভাপতি তুহিন উল্লাহ তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, শ্রীউলা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, দরগাহপুর ইসলাম গোলদার, শোভনালীর আশরাফুল ইসলাম মুকুল, খাজরার ইউনুছ আলী ও প্রতাগনগরের শাহ আলম।
অনুষ্ঠানে উপজেলা যুগ্ম আহবায়ক আজহার উদ্দীন মন্টু, বুধহাটা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।