কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আলোচনা সভা ও দুস্থ অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৬ রমজান শনিবার ০৮ এপ্রিল কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের এ.এম.আর কলেজ চত্বরে উক্ত আলোচনা সভা ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকনের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যেদেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক-এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তারালী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট। উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, তারালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এহসানুল কবির, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ভাড়াশিমলা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মামুন হোসেন, সংসদ প্রতিনিধি আব্দুল খালেক ও নলতা এ.এম.আর কলেজের প্রিন্সিপাল তোফায়েল আহমেদ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এসময় স্বাগত বক্তব্য দেন নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিরোজ হোসেন।