মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর : শ্যামনগর উপজেলা সদরের প্রধান বাজার গুলোতে মাংস সরবরাহের জন্য গরু ও ছাগল জবাইয়ের আগে তার সুস্থতা নির্ণয়ের নির্দেশনা দেয়া হয়েছে। শনিবার বেলা ১১টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে বিশেষ সভায় এসব নির্দেশনা দেয়া হয়। একই সাথে ফরমালিনযুক্ত ও বিষ দিয়ে শিকারকৃত মাছ বাজারজাতকারীদের ধরিয়ে দিতে এবং অসুস্থ মুরগী বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হয়।
শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নকিপুর বাজার ব্যবস্থা কমিটির সভাপতি এসএম জহুরুল হায়দার বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন ও ইউপি সদস্য দেলোয়ারা বেগম, মাসুদুর রহমান, শিক্ষক প্রতিনিধি নুরুন্নবী হোসেন ছাড়াও স্থানীয় বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোনারমোড়ের মাছের আড়ৎ সংলগ্ন এলাকাসহ উপজেলা সদরের বিভিন্ন অংশে সম্প্রতি অসুস্থ গরু এবং ছাগল বিক্রয়ের অভিযোগ উঠেছে। এমনকি বংশীপুর এলাকায় মৃত গরুর মাংস স্থানীয় বাজারে বিক্রয়ের অভিযোগও রয়েছে। কিছুদিন পূর্বে সোনারমোড় এলাকার এক গরুর মাংস বিক্রেতার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠলে প্রশাসনের পক্ষ থেকে তাকে সতর্ক করা হয়।
সভায় উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বলেন, ব্যবসা করতে যেয়ে কেউ অসাধু উপায় অবলম্বন করবেন না। গরু ছাগলসহ সব ধরনের পশু জবাইয়ের আগে প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক দিয়ে ঐ পশু রোগমুক্ত কিনা যাচাই করতে হবে। কোন ব্যবসায়ী রোগাক্রান্ত পশু জবাই করলে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে। এছাড়া অসুস্থ মুরগীসহ বিষ দিয়ে শিকারকৃত মাছ বাজারে তোলার ক্ষেত্রে তিনি কঠোর হুশিয়ারী প্রদান করে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনায় সকলের সহযোগীতা কামনা করেন।