আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এন্ড্রয়েড ট্যাবলেট বিতরণের নিমিত্ত উপজেলা ট্যাবলেট বিতরণ কমিটির নিকট ট্যাবলেট হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর উপহার এন্ড্রয়েড ট্যাবলেট আনুষ্ঠানিক ভাবে বিতরণ কমিটির নিকট হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মোঃ সজিবুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসু দেব কুমার বসু, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা পরিষদ চেয়াম্যান মুজিবর রহমান, কলারোয়া পৌরসভার মেয়র মাষ্টার মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র নিকট থেকে শিক্ষার্থীদের পক্ষে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী সহ নিজ নিজ উপজেলার নির্বাহী অফিসারগণ ট্যাব গ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ডিজিটাল বাংলাদেশ পরবর্তী ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আমাদের শিশু-কিশোরদের তথ্য-প্রযুক্তি শিক্ষায় আরো দক্ষতা অর্জনের পথ সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।