আশাশুনি ব্যুরো: আশাশুনির কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ ড. শিহাবুদ্দিন। গতকাল বিকার সাড়ে ৩ টায় আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলামের সভাপতিত্বে তার কার্যালয়ে সভায় কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র আহবান করেন।
এসময় উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, অধ্যক্ষ ড. শিহাবুদ্দিন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস.এম আহসান হাবিব, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন সুলতানা, নির্বাচিত দাতা এড. মু. আব্দুল্লাহ আল-ইয়ামিন, শিক্ষক প্রতিনিধি সহকারি শিক্ষক মু. হারুনুর রশিদ, বিজন কুমার মন্ডল, জেবুন্নেছা, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম খোকন, মোসলেম উদ্দীন সানা, আব্দুল মজিদ সানা ও সংরক্ষিত মহিলা সদস্য খালেদা খাতুন প্রমূখ।
সভায় সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবুদ্দিন ছাড়া আর প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় বা উপস্তিত কেহ অন্য কোন ব্যক্তির নাম প্রস্তাব না করায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় অধ্যক্ষ ড. শিহাবুদ্দিন সভাপতি নির্বাচিত হন। প্রসঙ্গত. উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদে বিধি মোতাবেক নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. রফিকুল ইসলাম তফসিল ঘোষনা করেন। সে মোতাবেক মনোনয়ন জমা, যাচাই-বাছাই, প্রত্যাহার সব শেষে গত ১৪ মার্চ’২৩ তারিখে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।
বিকাল ৪.০৫ মিনিটে হঠাৎ আবু সাইদ মোড়ল কর্তৃক দায়েরকৃত সহকারি জজ আদালত, আশাশুনি, সাক্ষীরার দেওয়ানী ৬৭/২০২৩ নং মামলার সাময়িক স্থগিতাদেশ নোটিশ জারি হলেই প্রিজাইডিং অফিসার আদালতের সন্মার্থে নির্বাচনী ভোট গননা বন্ধ রেখে বক্স সিলগালা অবস্থায় থানা হেফাজতে রাখেন। গত ২৭ মার্চ সিনিয়র সহকারি জজ আদালতের সহকারি জজ মু. জাহিদুর রহমান দোতরফা শুনানীঅন্তে বাদীর অভিযোগ নামঞ্জুর করত রায় ও আদেশ দেন। সে মোতাবেক গত বুধবার (৫এপ্রিল) গননাকার্য সম্পন্ন ও বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করা হয়।