আলী নেওয়াজ, আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলমকে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হয়েছে। সোমবার (১০ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি দীর্ঘ চিকিৎসা শেষে ঢাকা থেকে আশাশুনি গ্রামে নিজ বাসভবনে প্রত্যাবর্তন করেন। সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদ সদস্য পদে প্রার্থী হিসাবে প্রচার প্রচারনার এক পর্যায়ে নাকতাড়া কালিবাড়ি যাওয়ার পথে পিছন দিক থেকে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তিনি (ঢালী সামছুল আলম) গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে সাতক্ষীরায় চিকিৎসার পর উন্নতি না হওয়ায় ঢাকার ট্রমা সেন্টারে নেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠায় প্রায় ৬ মাস পর আশাশুনিতে ফিরে আসলেন। এলাকার শত শত মানুষ, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের শুভাকাঙ্খী ব্যক্তিবর্গ মোটর সাইকেল নিয়ে তাকে বরণ করতে আশাশুনি উপজেলার সীমান্তবর্তী কুল্যা এলাকায় অবস্থান নেন। তাকে বহনকারী মাইক্রো আশাশুনি সীমান্তে প্রবেশ করলে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে মোটর সাইকেল শোভাযাত্রা সহকারে তাকে আশাশুনিতে আনা হয়। এসময় উৎসুক জনতা তাকে এক নজর দেখতে রাস্তার পাশে ভীড় জমান। নিজ বাসভবনে পৌছালে তাকে শুভেচ্ছা জানিয়ে আলোচনা রাখেন, প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক এম এম সাহেব আলী. ইউপি সদস্য যুবলীগ নেতা শাহিনুর আলম শাহিন. মহানন্দ সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হোসাইন, সাবেক সদস্য মিলন হোসেন, আশাশুনি মোটরসাইকেল চালক সমবায় সমিতির সভাপতি শাহিদুজ্জামান কেনা, ছাত্রলীগ নেতা আনিসুর রহমান চঞ্চল, শ্রমিক লীগ নেতা আবুল কাশেম খোকাসহ দলীয় নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।