অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ রমজান ১০ এপ্রিল, সোমবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের অফিস চত্বরে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম, দেবহাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।
রমজানের শিক্ষার শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, পল্লী বিদ্যুতের এজিএম জহুরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুল ইসলাম, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক (লাভলু), জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আর.কে.বাপ্পা, সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। ইফতারী দোয়া ও দেশের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের হাফেজ তানভীর হোসেন।