আলতাফ হোসেন বাবু : হ্যালো ডিসি সাতক্ষীরাতে আবেদন করে আর্থিক সহায়তা পেলেন শ্যামনগর উপজেলার নূরনগর রামচন্দ্রপুর গ্রামের মৃত এমাম গাজীর স্ত্রী অসহায় ফেলো বিবি। জানা যায়, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইফতার সামগ্রী উপহার পৌঁছে দিতে গিয়ে দেখা যায় অসহায় ফেলো বিবি ভাঙা ঘরে খুবই মানবতার জীবন যাপন করছেন।
অসহায় ফেলো বিবির এই দুরবস্থা দেখে নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন সাতক্ষীরা হ্যালো ডিসিতে অসহায় এই পরিবারের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের একটি ঘরের আবেদন করেন। তারই পরিপ্রেক্ষিতে সাতক্ষীরার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সার্বিক ব্যবস্থাপনায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায়, শ্যামনগর উপজেলা প্রশাসনের মাধ্যমে ১০ এপ্রিল (সোমবার) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ফেলো বিবির পরিবারের নিকট আর্থিক সহায়তা প্রদানের চেক এবং এক বান টিন প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন।
এ সময় তিনি নূরনগর মানবতা কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, নূরনগর মানবতা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন সহ ভুক্তভোগী পরিবারের সদস্য ও গণ্যমান্য ব্যক্তি বর্গ। এদিকে, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনকে নূরনগর মানবতা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।