কালিগঞ্জ প্রতিনিধি : “বিপদে ও সংকটে সম্ভাবনার কল্যানে মানবতা” সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণির ছাত্র ও স্কাউট রুদ্রনীল অর্কের একটি চোখ মারাত্মকভাবে জখম হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল ঢাকাতে চিকিৎসাধীন।
তার চিকিৎসার জন্য ১১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী নগদ ২০ হাজার টাকা উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলূর হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, মৌতলা ইউ পি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল , শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিশির কুমার দত্ত ও আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সাজেদুল হক সাজু।