বাংলা বর্ষবরণ উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জেলা শিল্পকলা একাডেমির চিত্রশালা রুমে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুরেশ পান্ডের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান বাবলা, তামান্না জাবরিন, নাট্য পরিচালক মনিরুল ইসলাম, অর্থ সম্পাদক স্বপন মন্ডল, সীমা মন্ডল, ফারুক হোসেন সোহাগ প্রমুখ।
সভায় আগামী পহেলা বৈশাখ, ১৪৩০ শুক্রবার সকাল ৯টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের পোস্ট অফিস মোড়ে যেয়ে শেষ হবে এবং টাউন স্পোটিং ক্লাব চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে সকাল সাড়ে নটায় এই মর্মে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি