বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ আগামী ১৩-১৫ এপ্রিল ২০২৩ খুলনা ও সাতক্ষীরা সফর করবেন। আগামী ১৪ এপ্রিল শুক্রবার খুলনা থেকে বিকাল ৫টায় সাতক্ষীরা সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হবেন। এবং সাতক্ষীরা সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন। শনিবার সকাল ৯টায় সার্কিট হাইজ থেকে শ্যামনগের উদ্দেশ্যে রওনা হবেন।
সকাল ১০টায় টিসিবির পণ্য বিতরণ ও উপকাভোগীদের সাথে মতবিনিময় সভা করবেন। দুপুর ২টায় শ্যামনগর হতে সাতক্ষীরা সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হবেন। বিকাল ৩টায় সার্কিট হাউজে উপস্থিত হবেন। বিকাল ৪টায় ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা সার্কিট হাউজ ত্যাগ করবেন। সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।প্রেস বিজ্ঞপ্তি