আশাশুনি ব্যুরো : সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা মনোনীত হয়েছে আশাশুনি থানার এএসআই মোজাফফর হোসেন। বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার ও মাসিক কল্যাণ সভায় সভাপতি কাজী মনিরুজ্জামান পিপিএম জেলার শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা আশাশুনি থানার এএসআই মোজাফফর হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেন।
এ সময় জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও জেলার সকল থানার ওসিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য আদালতে গ্রেফতারী পরোয়ানা তামিল, থানার নিয়মিত মামলার আসামী গ্রেফতার করা ও মাদকদ্রব্য উদ্ধারসহ সন্ত্রাসী কর্মকান্ড দমনে সাহসি ভূমিকা রাখেন। ফলে জেলা পুলিশ কল্যাণ সভায় সার্বিক বিবেচনায় ব্যক্তিগত কর্মদক্ষতা, মুল্যায়ন মার্চ-২০২৩ আশাশুনি থানার এএসআই মোজাফফর হোসেনকে জেলার শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা মনোনীত করা হয়েছে।
তিনি জেলার শ্রেষ্ঠ চৌকস কর্মকর্তা মনোনীত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রাজ্যেশ^র দাশ ও সেক্রেটারী এনএমবি রাশেদ সরোয়ার শেলীসহ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি এমএম সাহেব সেক্রেটারী শহিদুল ইসলাম ও সদস্যবৃন্দ।