প্রতি বছরের ন্যায় এবারও জেলা সাহিত্য পরিষেদের আয়োজনে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল গতকাল বিকাল ৫টায় জজকোর্ট মোড়স্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ আছাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সেলিম শাহবিয়ার আমিরুল ইসলাম মোঃ ইউসুফ আলী মোঃ আব্দুল হামিদ, আল মাসুদ, মোঃ খাইরুল বাসার, ইকবাল হোসেন, আঃ রহমান, ইব্রাহিম হোসেন, রিনি সুলতানা, হাসানুর রহমান, আজগর আলী, নাজমুল হাসান, মনিরুজ্জামান মিঠু, শামীম হোসেন, আবুল খায়ের, নজরুল ইসলাম, আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ জাহাঙ্গীর হুসাইন, সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির। প্রেস বিজ্ঞপ্তি