বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : নিজের চালিত ভ্যানে চাপা পড়ে একচালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিগঞ্জ টু রতনপুর সড়কের ধলবাড়িয়া ইউনিয়নের আতাপুর নামক স্থানে।
সারেজমিনে পরিদর্শনে জানা যায় শনিবার(১৫ এপ্রিল) ভ্যানচালক শেখ কবির আলী (৪০) নাজিমগঞ্জ বাজারের রোড সিমেন্ট ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা হবি মুন্সির দোকান হতে রড নিয়ে রতনপুর অভিমুখে যাত্রা করলে সকাল আনুমানিক ১১.৩০ মিনিটে আতাপুর নামক স্থানে তার মাল বোঝাই ভ্যানের সামনের চাকার টায়ার পাংচার হয়ে গেলে সে গতি হারিয়ে ভ্যানের সামনে পড়ে গেলে রড বোঝাই ভ্যানটি তার দেহের উপর পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তাৎক্ষণিক জনতা ফায়ার সার্ভিসে ফোন দিলে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম তাকে উদ্ধার করে। শেখ কবির আলী কালিগঞ্জ উপজেলাধীন ৯ নং মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ শহিদুল ইসলামের পুত্র।
ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। পরবর্তীতে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, ইউপি সদস্য মোদাচ্ছের রহমান, দফাদার শেখ আব্দুর রব (ছোট্ট), সমাজসেবক রিপনুর জ্জামান ও স্থানীয় জনতার উপস্থিতিতে কালিগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোঃ খলিলুর রহমান নিহতের বাড়িতে ময়না তদন্ত শেষে তার কর্তৃপক্ষের নির্দেশে লাশ পরিবারের হাতে হস্তান্তর করেন।