আলতাফ হোসেন বাবু : ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ উপলক্ষে নতুন পোষাক পরে ঈদগাহে যাওয়া ও সকল ভেদাভেদ ভুলে এক কাতারে ঈদের জামাতে নামাজ আদায় করা। কোলাকুলি করা সকল বয়সের মুসল্লিদের শুভেচ্ছা জানানো, মিষ্টি খাওয়া ও ঈদের সালামী নেওয়া। ঈদের আনন্দে মেতে উঠতে নতুন পোষাক কেনায় বিশেষ করে কিশোর-কিশোরী ও যুবকদের থাকে অনেক স্বপ্ন ও জল্পনা কল্পনা।
তাই আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোষক কিনতে পরিবার নিয়ে ঈদের বাজারে জমছে মানুষের ভিড়। আর জামা-কাপড়ের পাশাপাশি নতুন টুপি, সুগন্ধি আতর, সুরমা থাকবেনা, তা তো হয় না। নতুন পোষাকের পাশাপাশি টুপি, আতর, সুরমার দোকানেও ক্রেতাদের উপচেপড়া ভিড় চোখে পড়ার মতো। ব্যস্ত সময় পার করছেন শহরের টুপি আতর বিক্রেতারা।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাতক্ষীরা শহরের থানা সড়কে বিসমিল্লাহ সুন্নতি আতর ঘর, পুতিঘর, শাহী সুগন্ধিসহ বেশ কয়েকটি টুপি, আতর, সুরমার দোকান রয়েছে। এছাড়া সুলতানপুর বড় বাজারে মসলা ভান্ডার, বকাল ভান্ডার ও শহরের বিভিন্ন স্টেশনারীর দোকানে বিক্রি হয় টুপি, আতর সহ বিভিন্ন পণ্য। এসব দোকানে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত বিক্রি হচ্ছে বাংলাদেশ, সৌদি আরব, জার্মান, ভারত, নেপাল, পাকিস্থান, আবগান, চায়না, মালয়েশিয়া ও তুর্কিস্থানের বিভিন্ন প্রকারের টুপি, আতর, সুরমা, পাগড়ি, তসবি, জায়নামাজ, কোরআন শরিফ, হাজী রোমাল, মেসক সহ বিভিন্ন পণ্য।
সাতক্ষীরার বিসমিল্লাহ সুন্নতি আতর ঘরের মালিক জানান, দেশি টুপি বিক্রি হচ্ছে সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বচ্চ ১২০০টাকায়। পাকিস্থানী টুপি সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বচ্চ ১৫০০ টাকা, নেপালের টুপি সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বচ্চ ৩০০টাকা, আবগানীস্থানের টুপি সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বচ্চ ৫৫০০টাকা, ভারতীয় টুপি সর্বনিম্ম ২০ টাকা থেকে সর্বচ্চ ৩৫০ টাকা, চায়না টুপি সর্বনিম্ন ৪০ টাকা থেকে সর্বচ্চ ২২০ টাকা, মালয়েশিয়ার টুপি সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বচ্চ ৩৫০ টাকা। তবে সাতক্ষীরায় দেশী ও পাকিস্থানী টুপির চাহিদা বেশি।
ব্যসায়ী আইনুল ইসলাম জানান, পবিত্র ঈদ উপলক্ষে বাংলাদেশী আতরের পাশাপাশি বিক্রি হচ্ছে সৌদি, পাকিস্থানী, দুবাই, জার্মানী, ফ্রান্স, সুইজারল্যান্ড ও হল্যান্ডের আতর। তবে ক্রেতাদের মধ্যে পাকিস্থানী, জার্মানী, দুবাই ও ভারতীয় আতরের চাহিদা রয়েছে। দেশি আতর বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৩০ টাকা থেকে সর্বচ্চ্য ২৫০ টাকায়, দুবাইয়ের আতর সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বচ্চ্য ৫হাজার টাকা, জার্মানী আতর সর্ব নিম্ন ৩০০টাকা, সৌদি আতর সর্ব নিম্ন ১৫০ টাকা থেকে সর্বচ্চ ১২০০টাকা, সুইজারল্যান্ড ও হল্যান্ডের আতর/সুগন্ধী বিক্রি হচ্ছে সর্ব নিম্ন ১৮০ টাকা থেকে সর্বচ্চ ৫৫০ টাকা। আর তসবি বিক্রি হচ্ছে সর্ব নিম্ন ৩০ টাকা থেকে ৫৫০টাকায়। হাজী রুমাল বিক্রি হচ্ছে সর্ব নি¤œ ১৫০ টাকা থেকে সর্বচ্চ ৭০০টাকায়।
দেশীয় হাজী রুমালের পাশাপাশি ভারত, চায়না ও পাকিস্থানের রুমালের চাহিদা রয়েছে। এছাড়া তূর্কি ও চায়নার জায়নামাজ বিক্রি হচ্ছে। দেশী শাহী জায়নামাজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, তূর্কি জায়নামাজ সর্বনি¤œ ৩৫০ টাকা থেকে ৮০০টাকা এবং চায়না জায়নামাজ ৭০০ টাকা থেকে ৮০০টাকায়।