বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে ঘর ভাড়া নিয়ে জমি জবরদখল করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার থানা সড়কের এম এম প্লাজার সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মতিয়ার রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ উজ্জল, মহব্বত আলী, শেখ আমিনুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন জমি জবর দখলকারী বাজারগ্রামের গিয়াসউদ্দিন এর ছেলে তৌহিদুল ইসলাম বুলবুল আহমেদ ও তার স্ত্রী খাদিজা খাতুন পূর্ব পরিকল্পিত ভাবে অপ প্রচার চালিয়ে সামাজিক ভাবে হেয় করে চলেছে। তাদের উভয়কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন ।বুলবুল মুলত আলহাজ্ব মতিয়ার রহমানের নিকট হতে মাসিক ভাড়ায় ঘর ভাড়া নিয়ে স্ত্রী, সন্তানদের নিয়ে বসবাস করে আসতে আসতে হঠাৎ ঐ জমি নিজের দাবী করছেন।