অহিদুজ্জামান খান : সাতক্ষীরা নব জীবন এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ২৩ রমজান শনিবার সাতক্ষীরা নব জীবনের আয়োজনে শহরের পলাশপোল নব জীবন এর সম্মেলন কক্ষে নব জীবন পলিটেকনিক ইন্সটিটিউট, নব জীবন ইন্সটিটিউট, নব জীবন মাইক্র ফাউনান্স সেকশন, নব জীবন প্রগ্রাম সেকশন, নব জীবন হেড অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশ গ্রহনে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নব জীবন এর নির্বাহী পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব জীবন পরিচালনা কমিটির সভাপতি ও শহিদ কাজল এঁর ভাই মোঃ শামছুল আলম খান, কার্যকরি সদস্য সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান সমাছুজ্জামান বাবু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, নব জীবন পলিটেকানক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নব জীবন ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, নব জীবন প্রোগ্রাম সেকশন রাসেল খান চৌধুরী, হিসাব বিভাগের মোঃ মিজানুর রহমান, এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মোঃ রেজাউল করিম, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আমিরুজ্জামান বাবু, সহ সম্পাদক আশিকুজ্জামান খান, সহ বার্তা সম্পাদক মোঃ আলতাফ হোসেন বাবু, সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, গ্রাফিসডিজাইনার আবু সাঈদ প্রমুখ।
দোয়া ও ইফতার মাহফিলে নব জীবন এর প্রতিষ্ঠাতা শহিদ খান এঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং নব জীবন পলিটেকনিক ইন্সটিটিউটের প্রয়াত ভাইস প্রিন্সিপাল ফকরুদ্দীনের রুহের মাগফিরাত কামনা এবং দেশও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের ইমাম মোঃ শহিদুল ইসলাম।