মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর : সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় বসন্ত ঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনা একজন আহত নারী শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। উপজেলার ভ‚রুলিয়া চলিতাঘাটা গ্রামের আলেয়া খাতুন (৫১) জাহাজঘাটা মৌজায় কবলাকৃত সম্পত্তি দীর্ঘ দিন ধরে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছে।
পূর্ব শত্রæতার জের ধরে গত ১৪ এপ্রিল ২০২৩ তারিখ শুক্রবার রাত ১ টায় হামলা চালায়। এঘটনায় আলেয়া খাতুন শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করে। অভিযোগে বলেন গভীর রাতে ইসমাইল কাগুচির পুত্র আজগার আলী কাগুচি ও আকবার আলী কাগুচি, আশারাফ শেখ এর পুত্র হেলাল হোসেন, সহ ১০/১২ জন অতীব দুর্দান্ত দূধর্ষ, ভ‚মিদস্যু, লাঠিয়াল বাহিনী, পরসম্পন লোভী, সন্ত্রাসী প্রকৃতির এক দলীয় লোক। তারা লোভের বসবর্তী হয়ে আমার সম্পত্তি থেকে আমাদের দখলচুত্য করার জন্য বিভিন্ন সময় পায়তারা করত। মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানী করবে বলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
এই শত্রæতার জের ধরে গত ইং- ১৪/০৪/২০২৩ তারিখ রাত অনুমান ১টার সময় আমি আমার বসত ঘরের ভিতরে থাকা কালিন সময় উল্লেখিত আসামীগন সহ অজ্ঞাতনামা ৭/৮ জন পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিত ভাবে হাতে ধারালো দা, লোহার রড, শাবল, জিআই পাইপ, বাঁশের লাঠি সহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হইয়া আমার সম্পত্তির ভিতরে অনধিকার প্রবেশ করে সকলে আমার বসত ঘর ভাংচুর করে এবং আমকে মারধর করে গুরুত্বর হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি আছি।
এ ঘটনায় জড়িত দের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তারা পরিবারের সদস্যরা। শ্যামনগর থানার এস আই সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় এখন কোন লিখিত অভিযোগ পাইনি। আমি তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।