শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে বাঙালি মেতেছিল প্রাণের উৎসবে। পুরোনো গøানি, হতাশা, মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাংলা নববর্ষের সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে হয়েছে মঙ্গল শোভাযাত্রা।
এছাড়াও ছিল বিভিন্ন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতার আয়োজন। বাংলা নববর্ষের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে জাতীয় সঙ্গীত ও বৈশাখী গানের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩০ সনের অনুষ্ঠানমালা শুরু হয়। কলারোয়া উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদেরকে নিয়ে এ অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান,কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ,উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোহেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, খাদ্য গুদাম কর্মকর্তা মমতাজ পারভীন, সহকারি প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, নির্বাচন কর্মকর্তা, সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম আনিছুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী ও সমাজের নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।