শেখ সিদ্দিকুর রহমান : রবিবার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া শেখপাড়া এতিমখানা কমপ্লেক্সে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের সভাপতি মাওলানা শেখ এমদাদুল হক’র সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাবেক পরিচালক শেখ মুহসিন আলি, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো: লুৎফর রহমান, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা শ্যামুয়েল ফেরদৌস, যুবলীগ নেতা শেখ আজমীর হোসেন বাবু, মাদ্রাসা ও মসজিদের কোষাধ্যক্ষ সাবেক সেনা সদস্য শেখ সাইফুর রহমান, সমাজসেবক শেখ আমিনুর রহমান, শেখ তৈমুর রহমান, সাবেক ছাত্রনেতা মো: আল আমিনসহ এলাকার প্রায় দু,শতাধিক ধর্মপ্রাণ মুসুল্লি ও এতিমখানার শিক্ষার্থীবৃন্দ। মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম হোসেনের পরিচালনায় এ ইফতার মাহফিলে ফিংড়ী ইউনিয়নের বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিগণ, একুশজন কোরানের পাখিদের হাতে নতুন পানজাবি উপহার দেন। মোনাজাত পরিচালনা করেন জোড়দিয়া শেখপাড়া বাইতুল আতিক জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান আরারী।