কালিগঞ্জ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ মথুরেশপুরে অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায় মানব কল্যাণে একমাত্র নিয়োজিত কালিগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন বসন্তপুর উন্নয়ন ফাউন্ডেশন (বাউফ) এর উদ্যোগে গতকাল সকাল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা গত ১৪ এপ্রিল থেকে শুরু করে ১৭ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে শতাধিত মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেয় সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমরা সংগঠনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে বেশ কিছু হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও এমন কর্মসূচি অব্যাহত থাকবে। ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে যারা সহযোগীতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে আসছে সংগঠনটি। বিগত দিনেও ইফতার সমগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষ রোপণ কার্যক্রম, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি এবং অসহায় রোগীদের চিকিৎসা সেবা, দাফন কার্যক্রম ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ পরিচালনা করে আসছে সংগঠনটি।