আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় ১৫০ গ্রাম নিষিদ্ধ মাদক গাঁজাসহ গোলক বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সোহান হোসেন অভিযান চালিয়ে বুধহাটা ইউনিয়নের বেউলা লম্বাডাঙ্গা এলাকার কিনারাম বিশ্বাসের ছেলে মাদক ব্যবসায়ী গোলক বিশ্বাসকে মাদকসহ গ্রেফতার করেন।
এএসআই সোহান হোসেন ইতিপূর্বে কয়েক দফায় উপজেলার কুল্যা ও বুধহাটা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ঝটিকা অভিযান চালিয়ে চিহ্নিত মাদক সেবক ও ব্যবসায়ীদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। দেশ ও জাতির শত্রæ মাদক ব্যবসায়ীদের আস্তানায় এএসআই সোহান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করায় থানা পুলিশ সহ জেলা পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
গ্রেফতারকৃত গোলক বিশ্বাসের নামে আশাশুনি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৭। জি আর ১০০/২৩. তাং-১৯/০৪/২৩। এদিন বিকালে বিচারের স্বার্থে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।