শেখ বাদশা, আশাশুনি : গরীব, দু:খী, মেহনতী, অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আশাশুনি উপজেলার বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। গত ২০ রমজান থেকে বুধহাটা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে স্ব-শরীরে উপস্থিত থেকে ভ্যান শ্রমিকদের মাঝে তিনি নগদ অর্থ বিতরণ করেন।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু নিজস্ব অর্থায়নে সাত শত ভ্যান শ্রমিকদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে নগদ অর্থ বিতরন করেন।
এ সময় ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু বলেন, আমি যতদিন বেঁচে থাকব, বুধহাটা ইউনিয়নবাসীকে নিজের সাধ্যমত সাহায্য করা সহ সেবা করে যাবো। ঈদ উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন বুধহাটা ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ঢালী, বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, ইউপি সদস্য মোজাম্মেল হক, এস এম ফিরোজ হোসেন, তাঁতীলীগ নেতা জহিরুল ইসলাম বাবু, যুবলীগ নেতা শামসুজ্জামান রাজু, কৃষকলীগ সভাপতি আজহারুল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, যুবলীগ নেতা শাহীন আলম মিলন, বিল্লাল হোসেন প্রমুখ।