ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে তপন মন্ডল (৩৮) নামে এক ব্যবসায়িকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ১৯ এপ্রিল কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী ভ্রাম্যমান আদালতে এই সাজা প্রদান করেন।
এসময় ২৫’ কেজি অপদ্রব্য পুশকৃত বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়। জানা গেছে, কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী বেলা সাড়ে ১১টার দিকে ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত পরিমল মন্ডলের আলী ছেলে তপন মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে তপন মন্ডল কে আটক করা হয় এবং অপদ্রব্য পুশকৃত ২৫ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়।
কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলী তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ব্যবসায়ী তপন মন্ডল কে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।