পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইকগাছা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও পুত্র আরাফার রহমান কোকো সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে পাইকগাছা আইনজীবী সমিতির ভবনে বিএনপি’র উপজেলা সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলি জুলু। প্রধান বক্তা সাবেক সহ-সভাপতি এ্যাড. জিএ সবুর।
উপজেলা সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও পৌর যুগ্ম আহবায়ক এস এম এমদাদুল হক এর সঞ্চালনায় বক্তৃতা করেন এবং বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, মাহাবুব হাসান পিয়ারু, জেলা নায়েবে আমীর মাওঃ গোলাম সরোয়ার, জেলা কর্ম পরিষদ সদস্য কাজী তমজিদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান রুনু, সদস্য মোঃ আরিফুর রহমান, মহানগর সদস্য মোঃ তারিকুল ইসলাম তারেক, পৌর যুগ্ম আহবায়ক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল্লাহ আল কাফি সখা, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ যুগ্ম সম্পাদক লিটন এ আর খান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জাবির আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জান মুকুল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাত হোসেন মানিক, সদস্য সচিব যগেশ্বর কার্ত্তিক, সদস্য সচিব ইমরান সরদার, পৌর যুবদলের আহবায়ক জিএম রুস্তম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুল্লাহ আল গালীব, পৌর যুবদলের সদস্য সচিব জিএম আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম, শ্রমিক দলের সদস্য সচিব মশিউর রহমান মিলন, ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সোহেল গাজী। এছাড়া উপজেলা ও পৌরসভা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।