নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে হতদরিদ্র, অসহায় সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেছেন সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
২১ এপ্রিল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইটাগাছা পূর্বপাড়াসহ বিভিন্ন স্থানে ৫০০ পরিবারের মাঝে সেমাই ও চিনি এবং ৩০০ পরিবারের মাঝে সিমাই, চিনি, গুড়াদুধ, বিস্কুট ও সাবান বিতরণ করেন কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আবুল কালাম, ফজলু ঢালী, নাজির আলী, আশিক প্রমুখ।
এসময় কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু তার পিতা-মাতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।
কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু জানান, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে অসহায় সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পৌরসভার ৭নং ওয়ার্ডে ২৬শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।