নিজস্ব প্রতিনিধি : এসএসসি ৯৩ মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ রমজান শুক্রবার এসএসসি ৯৩ মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে সাতক্ষীরা শহরের আল বারাকা সপিং সেন্টারের তৃতীয় তলায় পিৎজা মিলানের সম্মেলন কক্ষে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসএসসি ৯৩’র মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের আহবায়ক ও এম আর পরিবহনের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসসি ৯৩ মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিআরটিএ বরিশাল বিভাগের পরিচালক জিয়াউর রহমান, খুলনা বিএল কলেজের সহযোগি অধ্যাপক মোঃ আবু তালেব, খুলনা জয় বাংলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ আব্দুল্লাহ আল-মামুন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক মোঃ শরিফুল আলম, সীমান্ত আদর্শ ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের (এসএমসিএইচ) এমটিইপিআই ফারুক হাসান, ভাড়ুখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ গোলাম রবি, মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদুল হাসান প্রমুখ।
৯৩ মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দোয়া ও ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বন্ধুর বিপদে বন্ধুই পাশে থাকবে এই প্রত্যয়ে আমাদের এই সংগঠন পরিচালনা করা হবে। এবং সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত থাকতে এই সংগঠনের সকল সদস্যদের প্রতি আহবান জানানো হয়।