অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটায় পুলিশের অভিযানে নাশকতা মামলায় কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসার সুপার আব্দুল কুদ্দুস আটক হয়েছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, দেবহাটা থানার মামলা নং- ০৩, তারিখ- ০৬/০৪/২০২৩ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের স্পেশাল পাওয়ারস্ এ্যাক্টের ১৫(৩)/২৫-ডি তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ এর আসামী সাতক্ষীরা সদর উপজেলার গাংনীয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে বর্তমান ঠিকানা দেবহাটা উপজেলার পারুলিয়া দীঘিরপাড় এলাকা কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কুদ্দুস (৫৫) কে গ্রেফতার করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং ২০/০৪/২০২৩ ইং তারিখ, এসআই শোভন দাসসহ সংগীয় ফোর্স উল্লেখিত আসামী মাওলানা আব্দুল কুদ্দুসকে আটক করেন। উল্লেখ্য, আটককৃত মাদ্রাসা সুপার আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানার এঘটনার এফআইআর নং-৪০, তারিখ- ২৫ ডিসেম্বর, ২০১৭, জি আর নং-৯৬৮/১৭, তারিখ- ২৫ ডিসেম্বর, ২০১৭; ধারা- ১৫(৩)/২৫-উ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ; তৎসহ ৫/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন;
২। সাতক্ষীরা সদর থানার, এফআইআর নং-৩৬, তারিখ- ২১ ডিসেম্বর, ২০১৭; জি আর নং-৯৬৪/১৭, তারিখ- ২১ ডিসেম্বর, ২০১৭; ধারা- ১৫(৩)/২৫-উ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ; তৎসহ ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন; , ৩। সাতক্ষীরা সদর থানার, এফআইআর নং-৮০, তারিখ- ২৪ জুলাই, ২০১৭; জি আর নং-৫৪৮/১৭, তারিখ- ২৪ জুলাই, ২০১৭; ধারা- ১৫(৩)/১৬(২)/২৫-উ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ; তৎসহ ৩/৬ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন। সে এই মামলায় এজাহারে অভিযুক্ত। আসামীকে ইং-২০/০৪/২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।