দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ৩০ বোতল ফেন্সিডিল সহ আশিক উল্লাহ বাপ্পি (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই শেখ মো. গোলাম আজম অভিযান চালিয়ে উপজেলার বসন্তপুর গ্রামস্থ বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। সে নাংলা ঘোনাপাড়া গ্রামের হযরত আলী ওরফে বাবুল পাড়ের ছেলে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, মাদক বিরোধী অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়েছে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোঁখে ধুলো দিয়ে সে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে মাদক ব্যবসায়ী আশিক উল্লাহ বাপ্পিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েয়ে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছেন ওসি।