আহিদুজ্জামান খান : মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরা (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়কের দেয়া তথ্যের ভিত্তিতে এবং তার সার্বিক দিক নির্দেশনায় কাকডাংগা বিওপি‘র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারি এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ২ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান চলাকালে টহলদল ভারত হতে বাংলাদেশে পাচারকালে ০৪ বোতল (প্রতি বোতল ৫০ এমএল) ভারতীয় LSD (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) মাদকদ্রব্যসহ মোঃ ইছাহাক (৪২), পিতা-মৃত আব্দুল মজিদ, গ্রাম-কেড়াগাছি, ডাকঘর-কেড়াগাছি, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা‘কে আটক করে।
জানা যায় যে, তরল খঝউ অত্যন্ত দামী একটি মাদক যা সাম্প্রতিক কালে বাংলাদেশে চালু হয়েছে। দেশের বিভিন্ন বিত্তশালী এলাকায় বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে এর ব্যাপক চাহিদা রয়েছে। আটককৃত মাদকদ্রব্য এবং ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কলারোয়া থানায় মামলা করা হয়েছে, যার মামলা নম্বর-৩৩ তারিখ ২৬ এপ্রিল ২০২৩।
বিজিবি কর্তৃক সাতক্ষীরা সীমান্ত এলাকা হতে ০১ জন বাংলাদেশী নাগরিকসহ খঝউ আটক করার বিষয়টি লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি অধিনায়ক, সাতক্ষীরা (৩৩ বিজিবি) নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।