নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরীর সভাপতিত্বে সাতক্ষীরা পুলিশ লাইন্স স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামান পিপিএম এর পক্ষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সাতক্ষীরাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এসময় প্রধান অতিথি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীর নিকট জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনী নিয়ে লেথা বই উপহার প্রদান করেন। প্রধান অতিথি এসময় বিদায়ী শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।