বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জে “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দার উন্মোচন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পালন করা হলো জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ এপ্রিল শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এক র্যালি ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আজহার আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান। উপজেলা তথ্যপ্রযুক্তি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল প্রমুখ। অসহায় হত দরিদ্র পরিবার যারা মামলা চালাতে পারে না তাদেরকে সাতক্ষীরা জেলা লিগাল এইট কমিটির পক্ষ থেকে আইনগত সহায়তা ও মামলা চালানোর জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।