ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ০৮নং ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর গাজী না ফেরার দেশে চলে গেলেন। ২৮ এপ্রিল শুক্রবার রাত ৯টার সময় কালিগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৬)বছর।
জানা গেছে উপজেলার কুকুডাঙ্গা গ্রামের মৃত গোলাম গাজীর ছেলে আব্দুল গফুর গাজী বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ হয়ে নিজে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। ২৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় তিনি হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের লোকজন তাকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।
ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর গাজীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা পরিষদ এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন।
এদিকে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি ও সাধারণ সম্পাদক তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান ও ভাড়াসিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।