পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার কপিলমুনি ইউপির হাউলি গ্রামে এ ঘটনা ঘটেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পল্লীতে কপিলমুনি হাউলি গ্রামে ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। একই এলাকার মুনছুর মোড়ল (৫৫) তাকে ধর্ষণ করেছে মর্মে থানায় মামলা হয়েছে। সে স্থানীয় মকবুল মোড়লের ছেলে। এসময় ধর্ষিতার বাবা- মা বাড়ীতে ছিলেন না বলে জানা যায়। শিশুর পিতা মাতা বাড়ি এসে ঘটনা জানতে পেরে পুলিশকে ঘটনাটি জানায় এবং ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করেন।
এদিকে ধর্ষক মামলার খবর জানতে পেরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে পালিয়ে যায়। গোপন সংবাদে পুলিশ মুনছুরকে শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলায় তাঁর আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আনজির হোসেন।
পাইকগাছা থানাঅফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, আসামিকে ডুমুরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।