নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পৃথক অভিযানে ৫০ বোতল ফেনসিডিল ও ১১০ পিচ ট্যাপেনটাডল নেশার টেবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নে পৃথক অভিযানে এসব মাদকদ্রব্যসহ ওই তিন জনকে আটক করা হয়েছে। ফেনসিডিল সহ আটক মাদক ব্যবসায়ী হলেন সাতক্ষীরা ভোমরা লক্ষীদাঁড়ী এলাকার মোঃ শামসুর রহমানের ছেলে মোঃ কামাল শিকারী(৪৬)।
সদর থানা পুলিশ সূত্র জানিয়েছে, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আজিজ মাহমুদ, এএসআই শাহানুর রহমান, এএসআই ইব্রাহীম রাসেল ও এএসআই জিল্লুর রহমানসহ ফোর্সের সহায়তায় আলিপুরের গাংনিয়া ব্রীজ খাসখামার এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল সহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
অপর একটি অভিযানে এসআই আজিজ মাহমুদ, এসআই মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় এএসআই শাহানুর রহমান, এএসআই ইব্রাহীম রাসেল ও এএসআই জিল্লুর রহমান ফোর্সের সহায়তায় ২৮ এপ্রিল, রাতে সাতক্ষীরা সদরের আলীপুর মাঝের পাড়া এলাকার শাহিন আলী (৩০), পিতা-শওকত আলী ও মোঃ বাদল গাজী(৫০), পিতা-মোঃ আফসার আলী গাজী, গ্রাম- আলীপুর (শিবপুর) গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীদ্বয়ের দেহ তল্লাশি করিয়া তাহাদের হেফাজত হইতে মোট ১১০ পিচ Tapentadol Tablets, ওজন ১১ গ্রাম, মূল্য অনুমান ২২,০০০/- টাকা। উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ ব্যপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।