সকাল রিপোর্ট : সাতক্ষীরায় এসএসসি ও সমমানের পরিক্ষার হল পরিদর্শন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন কবির। ৩০ এপ্রিল ২০২৩ রবিবার এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি সরজমিনে প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, পরিক্ষা কেন্দ্রে নিযুক্ত সদও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরাসহ কেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।