নিজস্ব প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে স্মার্ট বাংলাদেশের রূপকার জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে সাতক্ষীরায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার রাত ৮টায় শহরের রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইফনিট কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সাধুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা শাখার মাহবুব হাসান মিন্টু, সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ। সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফসার আহম্মেদ বাবলু, জুনায়েদ আকবর, মনিরুজ্জামান মনি, সন্তস কুমার প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কলারোয়া উপজেলা শাখা, তালা উপজেলা শাখা ও সাতক্ষীরা সদর উপজেলা শাখার কমিটির অনুমোদন দেওয়া হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কলারোয়া উপজেলার শাখার সভাপতি পদে এনায়েত খাঁন টন্টু ও জয়দাস কে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি গঠন করা হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কলারোয়া উপজেলার শাখার কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে পুতুল সিকদার, সহ সভাপতিফরিদুজ্জামান খাঁন ফরিদ, লক্ষণ বিশ্বাস, আমিরুল মেম্বর, মনিষ ঘোষ, দিপক ঘোষ, আসাদুজ্জামান,সুরাইয়া ইয়াসিমন হীরা, শিমল মন্ডল, আব্দুল আলিম, সাইদুর রহমান,শ্যাসমলী হালদার,সংকর পোদ্দার ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সহ ৭২সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদি উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।