ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ কৃষ্ণনগরে রাশেদ গাজী নামে এক ব্যক্তির পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ৩ মে বুধবার ১ টা ৩০ মিনিটে পুকুরে গোসল করতে নেমে মৃত্যু হয়েছে ধারনা করা হয়। তাকে অনেক খোঁজাখুজির পরে বিকাল ৫টার দিকে তার ভাতিজা জামাল পুকুরের তলায় তাকে মৃত্যু অবস্থায় খুঁজেপায়।
তিনি কৃষ্ণনগর ইউনিয়নে চৌধুরী আটি গ্রামের মৃত্যু জফর গাজীর পুত্র রাশেদ আলী গাজী (৫২) বছর। তিনি দীর্ঘ দিন মৃগীর রোগে অসুস্থ ছিলেন বলে তার পরিবার জানান। মৃত্যুকালে এক স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার জানাজা শেষে পবিবারিক কবরস্থান দাফন করা হবে।