অহিদুজ্জামান খান : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা যুবলীগের পক্ষে জেলা পরিষদ সদস্য যুবনেতা সৈয়দ আমিনুর রহমান বাবুর উদ্যোগে হারভেস্টার মেশিন দ্বারা কৃষকের ধান কাটা ও মাড়াই করা হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ও কাশেমপুর এলাকার কৃষক শহিদুল ইসলাম ও শফিকুল ইসলামের প্রায় পাঁচ বিঘা জমির ধান কেটে মাড়াই করে দেওয়া হয়।
কর্মসূচির উদ্বোধনকালে স্বত:স্ফ‚র্তভাবে যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম, পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আল-আমিন, যুবলীগ নেতা অন্তু, মহসিন আলম, রকিব হোসেন, ইমরান, আনারুল, সৈয়দ রাশেদুজ্জামান টগর, বিপ্লব, রিয়াজুল ইসলাম, শামিমসহ যুবলীগের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ধান কেটে তা মাড়াই করে ঘরে তুলে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন যুবলীগ নেতা সৈয়দ আমিনুর রহমান বাবু। কৃষক পরিবারসহ অনেকেই তার এই মানবিক কাজের প্রশংসা করেছেন।