পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার গড়ইখালী ইউপি’র গাংরক্ষি’র আবাসন প্রকল্পে অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্থ দু’টি পরিবারের মাঝে ৪০ হাজার টাকার চেক তুলে দিলেন খুলনা-৬’র এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বুধবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ সুফিয়া বিবি’র ২০ হাজার টাকা ও খালেদা’ বেগমের ২০ হাজার টাকা মোট ৪০ হাজার টাকা সহয়তা করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু জানান, উপজেলা পরিষদের এ অর্থ সহয়তা করা হয়েছে।