নিজস্ব প্রতিনিধি : দেশ গড়ার পথযাত্রায় ১যুগ “¯েøাগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় ভলেন্টিয়ার ফর বাংলাদেশ এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। মঙ্গলবার (২ মে) দিনব্যাপী অনুষ্ঠানসমূহের মধ্যে ছিল বিভিন্ন প্রতিযোগিতা, কেককাটা, পুরস্কার বিতরণী, ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শহরের বাকাল ডিসি ইকো পার্কে এ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিবিডি সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক মো ইব্রাহিম খলিল। ভিবিডি সাতক্ষীরা’র সাবেক সভাপতি সুব্রত হালদার, বর্তমান বোর্ড এর প্রজেক্ট অফিসার তরিকুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার মাহবুবুর রহমান তূর্য, সোনিয়া পারভীন, আকরামূল ইসলাম, মোস্তাফিজ রহমান, ফয়সাল, এমআই মনির, অর্পন বসু, তামিম ওয়াসিউল, তুলি, সামিউল, রোহান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।