বিলাল হোসেন : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের নকিপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে ১জনের মৃত্যু হয়েছে। মৃত জহুরুল ইসলাম (২৮) শ্যামনগর সদর ইউনিয়নের নকিপুর গ্রামের হুনুর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, (৪ মে ২০২৩) বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সরকারির পাইলাট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ ওহেদ আলমের বাড়ির ছাদে বৃষ্টিতে জমে থাকা পানি সরাতে যেয়ে অসাবধানতা বসত পা সরে বিদ্যুৎতের তারের উপর পড়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো: নুরুল ইসলাম (বাদল) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিষয় নিশ্চিত করেছেন। মৃত জহরুলের নকিপুর বাজারে আর্টের দোকান আছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।