ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ক্রীড়া সংস্থা এসোসিয়েশন বনাম অফিসার্স ক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমান কুষ্টিয়া জেলার মেহেরপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন’র আগমন উপলক্ষে ০৫মে শুক্রবার বেলা ৫টা ৩০মিনিটে কালিগঞ্জ উপজেলার মাঠে এক ফুটবল প্রীতিভোজ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফিফা রেফারি কালিগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও প্রধান শিক্ষক ইকবাল আলম বাবলু সাংবাদিক সুকুমার দাস বাচ্চু, শেখ মুর্শিদ এলাহি বাবু সহ তার লাল জার্সিধারী দল এবং মেহেরপুর জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও কালিগঞ্জ সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আজহার আলী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী সাদেকুর রহমান সহ টিয়া রঙের জার্সিধারী তার দল এক আনন্দঘন মুহূর্তে আবহাওয়া প্রতিক‚লে না থাকায় বৃষ্টিতে ভিজে উক্ত প্রীতিভোজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ ক্রীড়া সংস্থার পক্ষে গোল কিপারের দায়িত্বে ছিলেন মোঃ মাহমুহ এবং উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষে ছিলেন গোল কিপারের দায়িত্বে ছিলেন আরিফুজ্জামান রিফাত। উক্ত ফুটবল টুর্নামেন্ট টি ০১-০১ এক গোলের ড্র হয়। ফুটবল টুর্নামেন্ট খেলাটি পরিচালনা রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাকিব হোসেন।