খুলনা অফিস : আমরা একাত্তরের উদ্যোগে এবং চুকনগর গনহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদ, উত্তরণ ও উলশির সহযোগিতায় খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে ২০মে পাক বাহিনীর হাতে নিহত শহীদদের সঠিক তালিকা প্রনয়ণের লক্ষ্যে ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় চুকনগর ডিগ্রী কলেজের জেনোসাইড অডিটোরিয়ামে আমরা একাত্তরের প্রধান সমন্বয়ক মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার হেলাল ফয়েজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন। গনহত্যা ৭১ স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন আমরা একাত্তরের প্রধান প্রশিক্ষক ও গবেষক সালমা সোনিয়া, মাহফুজা জেসমিন, নিতাই গাইন, লুৎফার রহমান, অনুপম জামান, মহেন সেন, মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন, অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, কবি ইব্রাহিম রেজা প্রমুখ।