আবু সাঈদ : ন্যায্য মূল্যে, সঠিক মাপে, মানসম্মত পণ্য পাওয়া ভোক্তার অধিকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কনজুমার্স এসোসিয়েশান অব বাংলাদেশ-ক্যাব এর জেলা শাখার সভা ৫ মে শুক্রবার বিকেল পাঁচটায় শহীদ নাজমুল স্বরণীস্থ ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত হয়।
জেলা ক্যাব এর সভাপতি অধ্যক্ষ আশেক-ই এলাহীর সভাপতিত্বে ও অধ্যাপক পবিত্র মোহন দাশ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. দিলারা বেগম, সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ, সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, ক্যাব জেলা শাখার উপদেষ্টা শেখ হারুনর রশিদ, উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন, অধ্যাপক কৃষ্ণপদ সরকার, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক হোসেন আলি, এ্যাড. মুনীরউদ্দীন, ফারজানা রুবি মুক্তি, মিলন, কর্ণ বিশ্বাস প্রমুখ। বক্তারা বলেন নিয়মিত বাজার মনিটরিং করে দুর্নীতি প্রতিরোধ করার ব্যবস্থা করতে হবে।